Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

১.  স্মার্ট কার্ড সংগ্রহ : ভোটাররা  স্লিপ জমাদানের মাধ্যমে আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।

 

২. ভোটার হওয়া : প্রথমে বাদপড়া ভোটারযোগ্য ব্যক্তিদের https://services.nidw.gov.bd উক্ত ওয়েবসাইট হতে ২নম্বর ফরম পূরণপূর্বক সংগ্রহ করতে হবে । এরপর ফরম পূরণ করে  নিম্নোক্ত কাগজপত্র জমা দিয়ে ছবি তোলা এবং ফিঙ্গার প্রিন্টিং প্রদানের মাধ্যমে ভোটার হতে পারবেন। 

অনলাইনে ফরম-2 পুরনপূর্বক 34 নং ঘরে শনাক্তকারী ও 41 নং ঘরে যাচাইকারীর নাম এনআইডি ও স্বাক্ষর করতে হবে।

1। জন্ম নিবন্ধন (অনলাইন)।

2। ‍স্কুল পাশ সনদ (এসএসসি)

3। পিতা-মাতার এনআইডি কার্ডের ফটোকপি (এক পাতায় কপি করবেন)।

4। বিবাহিতদের ক্ষেত্রে স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি।

5। নাগরিত্ব সনদ/চেয়ারম্যানের প্রত্যয়ন।

6। ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/টেলিফোন/অন্যান্য)।

7। পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/টিন সার্টিফিকেট এর কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

 

৩. ভোটার নম্বর সংগ্রহ করা : ভোটাররা নিজেদের ভোটার নম্বর সংগ্রহ করতে পারবেন।

 

৪. হারানো আইডি কার্ড সংগ্রহ করা : * নির্ধারিত ফি জমাদান পূর্বক অনলাইনে কার্ড রি-ইস্যুর আবেদন করবেন।

 

৫.আইডি কার্ড সংশোধন করা : নির্বাচন অফিস হতে আইডি কার্ড সংশোধন ফরম সংগ্রহ করে পুরন করে জমা দিতে হবে।আইডি কার্ড সংশোধনের জন্য সংশোধন ফরমের সাথে উপযুক্ত দালিলিক প্রমানপত্র জমা দিতে হবে এবং সঙ্গে মুল আইডি কার্ড জমা দিতে হবে। এছাড়া উপরোক্ত ওয়েবসাইটেও সংশোধনের আবেদন করা যাবে।

 

৬. ভোটার স্থানান্তর : নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট হতে স্থানান্তর ফরম সংগ্রহ করে পুরণ করে নিম্নোক্ত কাগজপত্রাদি জমা দানের মাধ্যম ভোটাররা তাদের ভোটার স্থানান্তর করতে পারবেন।

* ফরম-13 তে আবেদন করবেন। (শনাক্তকারীর ঘরে ওয়ার্ড মেম্বার এর স্বাক্ষর ও সিল)

১। এনআইডি কার্ডের ফটোকপি।

2। চেয়ারম্যানের প্রত্যয়নপত্র।

3। ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/টেলিফোন/অন্যান্য)।

4। ঠিকানা প্রমাণের স্বপক্ষে অন্যান্য ডকুমেন্ট।

বিঃদ্রঃ ভোটার স্থানান্তর হলে কোন এনআইডি প্রদান করা হয় না এনআইডি কার্ডের প্রয়োজন হলে অনলাইনে রি-ইস্যুর আবেদন করে কার্ড ডাউনলোড করে নিতে হবে